একুশের বইমেলার প্রথমদিনেই শেখ হাছিনার বই প্রকাশ!!!!
(রুহুল আমিন মজুমদার)
একটি বিষয় অন্তত: কেহ-ই দ্বিমত করবেন না নিশ্চয়ই-"যে কোন বিষয়বস্তু যদি (রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান, সাহিত্য, কবিতা, রাষ্ট্রপরিচালনা ইত্যাদি) হৃদয়ে ধারন না করে, প্রচন্ড ইচ্ছাশক্তি হৃদয়ে তোড়পাড় না করে, চিন্তার গভীরতা না থাকে কোন অবস্থায় উক্ত বিষয় সুচিন্তিত মতামত প্রকাশ 'কখনই সম্ভব নয়'।
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাছিনার চিন্তা চেতনার গভীরতা আঁচ করা যায়--" যদি কারো বিবেকের চোখ দু'টি অন্ধ না থাকে"। রাষ্ট্রীয়, দলীয়, পারিবারিক ইত্যকার শত ব্যাস্ততার মধ্যেও তিনি এবার একুশের প্রথম দিনে তাঁর অনেক লেখা থেকে কয়টি লেখা নিয়ে প্রকাশ করতে যাচ্ছেন নির্বাচিত 'প্রবন্ধ" এর বই।
তিনি শুধুমাত্র জাতির জনকের কন্যা নন, রাষ্ট্র পরিচালক নন, আওয়ামী লীগের সভানেত্রীও নন--"তিনি একজন সুদক্ষ, সুচিন্তিত, প্রগতিশীল, আধুনিক ধ্যানধারনায় পুষ্ট লেখিকাও বটে।বড় বিদ্যান হওয়া সম্ভব, সুদক্ষ রাষ্ট্রনায়ক হওয়া সম্ভব, অঢেল সম্পদের মালিক হওয়াও সম্ভব-- "জনহৈতষি রাষ্ট্রনায়ক হওয়া সম্ভব নয়-সুলেখক হওয়া সম্ভব নয়, যদি তাঁর চিন্তা চেতনায় দৈন্যতা থাকে।"
জাতির জনকের কন্যার চিন্তা চেতনার ধারন ক্ষমতা কত গভীরে, বাংলাদেশকে হৃদয়ের কোন স্থান থেকে অনুভব করেন, তাঁর দেশপ্রেম কত গভীরে, বাংলাদেশের মানুষকে কত গভীর ভাবে ভালবাসেন, মানুষের মঙ্গল কামনায় সর্বক্ষন তাঁর যে চিন্তা চেতনা--"তাঁর রচিত কিছু বই একান্ত মনযোগে পাঠ করলে বিবেক বর্জিত, অন্ধ মানুষেরও অন্তত: কিছু অনুধাবন করা সম্ভব"।
একুশের বই মেলার প্ররম্ভে মাননীয় প্রধানমন্ত্রী, প্রগতিশীল লেখক, বই মেলা সংশ্লিষ্ট সকলকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা।বইমেলার নিয়ন্তর সাফল্য কামনা করে প্রার্থনা করি 'একুশের বই মেলাকে কেন্দ্র করে গড়ে উঠুক সৃজনশীল মনন সম্পন্ন জাতি'।
"জয়বাংলা জয়বঙ্গবন্ধু"
(রুহুল আমিন মজুমদার)
একটি বিষয় অন্তত: কেহ-ই দ্বিমত করবেন না নিশ্চয়ই-"যে কোন বিষয়বস্তু যদি (রাজনীতি, অর্থনীতি, বিজ্ঞান, সাহিত্য, কবিতা, রাষ্ট্রপরিচালনা ইত্যাদি) হৃদয়ে ধারন না করে, প্রচন্ড ইচ্ছাশক্তি হৃদয়ে তোড়পাড় না করে, চিন্তার গভীরতা না থাকে কোন অবস্থায় উক্ত বিষয় সুচিন্তিত মতামত প্রকাশ 'কখনই সম্ভব নয়'।
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ম শেখ হাছিনার চিন্তা চেতনার গভীরতা আঁচ করা যায়--" যদি কারো বিবেকের চোখ দু'টি অন্ধ না থাকে"। রাষ্ট্রীয়, দলীয়, পারিবারিক ইত্যকার শত ব্যাস্ততার মধ্যেও তিনি এবার একুশের প্রথম দিনে তাঁর অনেক লেখা থেকে কয়টি লেখা নিয়ে প্রকাশ করতে যাচ্ছেন নির্বাচিত 'প্রবন্ধ" এর বই।
তিনি শুধুমাত্র জাতির জনকের কন্যা নন, রাষ্ট্র পরিচালক নন, আওয়ামী লীগের সভানেত্রীও নন--"তিনি একজন সুদক্ষ, সুচিন্তিত, প্রগতিশীল, আধুনিক ধ্যানধারনায় পুষ্ট লেখিকাও বটে।বড় বিদ্যান হওয়া সম্ভব, সুদক্ষ রাষ্ট্রনায়ক হওয়া সম্ভব, অঢেল সম্পদের মালিক হওয়াও সম্ভব-- "জনহৈতষি রাষ্ট্রনায়ক হওয়া সম্ভব নয়-সুলেখক হওয়া সম্ভব নয়, যদি তাঁর চিন্তা চেতনায় দৈন্যতা থাকে।"
জাতির জনকের কন্যার চিন্তা চেতনার ধারন ক্ষমতা কত গভীরে, বাংলাদেশকে হৃদয়ের কোন স্থান থেকে অনুভব করেন, তাঁর দেশপ্রেম কত গভীরে, বাংলাদেশের মানুষকে কত গভীর ভাবে ভালবাসেন, মানুষের মঙ্গল কামনায় সর্বক্ষন তাঁর যে চিন্তা চেতনা--"তাঁর রচিত কিছু বই একান্ত মনযোগে পাঠ করলে বিবেক বর্জিত, অন্ধ মানুষেরও অন্তত: কিছু অনুধাবন করা সম্ভব"।
একুশের বই মেলার প্ররম্ভে মাননীয় প্রধানমন্ত্রী, প্রগতিশীল লেখক, বই মেলা সংশ্লিষ্ট সকলকে জানাই অভিনন্দন, শুভেচ্ছা।বইমেলার নিয়ন্তর সাফল্য কামনা করে প্রার্থনা করি 'একুশের বই মেলাকে কেন্দ্র করে গড়ে উঠুক সৃজনশীল মনন সম্পন্ন জাতি'।
"জয়বাংলা জয়বঙ্গবন্ধু"
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন