গ্লানি
(রুহুল আমিন মজুমদার)
নেই বাধা, তু-ই খোদা- সব নিয়ে যা --তবুও নিসনে আমার মুজিবের কোট।
কোটের জমিনের উপর জমে আছে, আমার মুজিবের রক্ত ছোপ ছোপ।
অসময়ে যাবে তোর পায়ের নিচে,আমার মুজিবের পবিত্র রক্তের সেই দু:খ স্মৃতিসৌধ
নেই আপত্তি, তু-ই পিতা-- সব নিয়ে যা---তবুও নিসনে আমার মুজিবের কোট। কোটের ছয় বোতামের উপর লেখা আছে, আমার মুজিবের ছয়দফা বিপ্লবের সৌধ।
অসময়ে যাবে তোর পায়ের নীচে,আমার মুজিবের স্বপ্নের স্বাধীনতার সেই শহীদ
স্মৃতিসৌধ।
নেই দু:খ, তু-ই অন্যন্ন--সব নিয়ে যা-তবুও নিসনে আমার মুজিবের কোট। কোটের রঙের উপর মিশে আছে, আমার মুজিবের প্রিয় বাঙ্গালীর শোক সৌধ।
অসময়ে যাবে তোর পায়ের নিচে--আমার মুজিবের কান্নাররোল সেই শহিদ স্মৃতিসৌধ।
নেই বেদনা, তু-ই নেতা--সব নিয়ে যা-- তবুও নিসনে আমার মুজিবের কোট।
কোটের প্রতিটি বাঁকের উপর লেখা আছে আমার মুজিবের সংগ্রামী জীবন গাঁথার সৌধ।
অসময়ে যাবে তোর পায়ের নীচে,আমার মুজিবের বিরত্ব গাঁথার সেই অতীত স্মৃতিসৌধ।
নেই ক্ষোভ, তু-ই সর্বসেরা---সব নিয়ে যা--তবুও নিসনে আমার মুজিবের কোট। কোটের হাঁতায় চার বোতামের উপর লেখা আছে-আমার মুজিবের আদর্শ চার মুলনীতির স্মৃতিসৌধ।
অসময়ে যাবে তোর পায়ের নীচে-- আমার মুজিবের অহংকার মুক্তিযুদ্ধের সেই অমলিন স্মৃতিসৌধ।
(রুহুল আমিন মজুমদার)
নেই বাধা, তু-ই খোদা- সব নিয়ে যা --তবুও নিসনে আমার মুজিবের কোট।
কোটের জমিনের উপর জমে আছে, আমার মুজিবের রক্ত ছোপ ছোপ।
অসময়ে যাবে তোর পায়ের নিচে,আমার মুজিবের পবিত্র রক্তের সেই দু:খ স্মৃতিসৌধ
নেই আপত্তি, তু-ই পিতা-- সব নিয়ে যা---তবুও নিসনে আমার মুজিবের কোট। কোটের ছয় বোতামের উপর লেখা আছে, আমার মুজিবের ছয়দফা বিপ্লবের সৌধ।
অসময়ে যাবে তোর পায়ের নীচে,আমার মুজিবের স্বপ্নের স্বাধীনতার সেই শহীদ
স্মৃতিসৌধ।
নেই দু:খ, তু-ই অন্যন্ন--সব নিয়ে যা-তবুও নিসনে আমার মুজিবের কোট। কোটের রঙের উপর মিশে আছে, আমার মুজিবের প্রিয় বাঙ্গালীর শোক সৌধ।
অসময়ে যাবে তোর পায়ের নিচে--আমার মুজিবের কান্নাররোল সেই শহিদ স্মৃতিসৌধ।
নেই বেদনা, তু-ই নেতা--সব নিয়ে যা-- তবুও নিসনে আমার মুজিবের কোট।
কোটের প্রতিটি বাঁকের উপর লেখা আছে আমার মুজিবের সংগ্রামী জীবন গাঁথার সৌধ।
অসময়ে যাবে তোর পায়ের নীচে,আমার মুজিবের বিরত্ব গাঁথার সেই অতীত স্মৃতিসৌধ।
নেই ক্ষোভ, তু-ই সর্বসেরা---সব নিয়ে যা--তবুও নিসনে আমার মুজিবের কোট। কোটের হাঁতায় চার বোতামের উপর লেখা আছে-আমার মুজিবের আদর্শ চার মুলনীতির স্মৃতিসৌধ।
অসময়ে যাবে তোর পায়ের নীচে-- আমার মুজিবের অহংকার মুক্তিযুদ্ধের সেই অমলিন স্মৃতিসৌধ।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন