পুলিশের দেওয়া তথ্য মতে, এনামুল ফেসবুকে সক্রিয় এবং নানা ধরনের লেখালেখি করেছেন। মানবতাবিরোধী অপরাধের বিচারের বিরোধিতা করেও তিনি তাঁর ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বলে জানান ঝিনাইদহের সহকারী পুলিশ সুপার (এএসপি) গোপীনাথ কানজি লাল।
সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলেছেন, আনন্দ গোপাল হত্যার সময় ধরে মোবাইল ফোন ট্র্যাকিং করে এনামুলের সন্ধান পান তাঁরা।
পুলিশের দায়িত্বশীল সূত্র বলেছেন, হ্ত্যাকারীরা, ভাইবার, ট্যাংগো সফটওয়ার ব্যবহার করেছে। ছাত্রশিবিরের কেন্দ্রীয়ভাবে শক্তিশালী আইটি বিভাগ রয়েছে। তবে দেশের কোন স্থান থেকে সেটি পরিচালনা করা হয় তা জানতে পারেনি পুলিশ
http://www.bdnewslink24.com/index.php?page=des&cid=1&news_id=4939

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন