মুক্তিযুদ্ধের বাংলাদেশে কোন প্রেতাত্বার ঠাঁই হতে পারেনা।
এই বাংলাদেশ মুক্তিযুদ্ধের বাংলাদেশ, মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ--প্রেতাত্বার ঠাঁই এই বাংলাদেশে হবেনা।
কার সাথে কার তুলনা? আপনাদের আমরা ভালভাবে জানি। আপনারা আওয়ামীলীগে ঘাপটি মেরে থাকা নৈরাশ্যবাদে বিশ্বাসী গুটিকয়েক মুজিবাদর্শে অবিশ্বাসী স্বার্থন্ধ সৈনিক। যারা সারা দেশ থেকে জড়ো হওয়া হাজার হাজার হেফাজতির শাফলাচত্বরে অবস্থান দেখে, দেশ ছেড়ে পালিয়েছিলেন। অনেকের গলার সুর তৎক্ষনাৎ পরিবর্তন করে হেফাজতের সঙ্গে কন্ঠ মিলিয়ে বলেছিলেন--'মহিলাদের নিজস্ব আয়ে সম্পদ অর্জন ইসলামে হারাম'।
আপনারা'ই ২০০১ইং সালে 'শেখ হাসিনা' ক্ষমতা হস্তান্তর করে বাসায় ফেরার আগে পুর্বের অবস্থানে ফিরে যেতে দেরী করেননি। এবং তাঁদের সাথে হাত মিলিয়ে আওয়ামী নিধনে হামলে পড়েছিলেন।'৯৬-২০০১ অপকর্ম যাই হয়েছিল, করেছিলেন কিন্তু আপনারাই--অশুভশক্তির প্রেতাত্বাদের সঙ্গে ঝাঁপিয়ে পড়েছিলেন, তাও আপনারাই। ২০০৯ ইং সালে ভুমিধ্বস বিজয় অর্জন করে আওয়ামীলীগ ক্ষমতায় এলে কিছুদিন অবশ্য চুপচাপ ছিলেন। আওয়ামীলীগের খাস খতিয়ানের সুযোগ নিয়ে কৌশল করে আবার যথারীতি ফিরে এসেছেন। মানুষের যেমন উত্থান পতন আছে, তেমনি আদর্শিক দলেরও উত্থান পতন আছে।
মানুষের মৃত্যু হয় আদর্শের মৃত্যু হয়না-বলেছেন বাঙ্গালী জাতীর জনক সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু 'শেখ মজিবুর রহমান'। মুক্তিযুদ্ধের মাধ্যমে মুসলিম লীগ দলের বাংলাদেশের রাজনীতিতে কবর হয়েছিল সত্য। বিএনপি নামে মেজর জিয়ার ওরসে পুর্ণজম্ম হয়েছে ইহাও সত্য।মুসলিম লীগের মৃত্যু হয়েছিল কিন্তু মুসলিম লীগের সাম্প্রদায়িক আদর্শের মৃতু হয়নি।মুক্তিযুদ্ধে তাঁরা পরাজিত হয়েছিল মৃতু হয়নি। বিএনপি'র জম্মকালীন নেতাদের কথাই ভাবুন-বিএনপির উৎপত্তিকালে জিয়ার সাথে কারা হাত মিলিয়েছিল'? তাঁরা সকলে'ই পরাজিত এবং মৃত: মুসলিম লীগের জীবিত নেতৃবৃন্দ সাথে চীনপন্থি তথাকথিত সমাজতন্ত্রীরা, নয় কি? একদল সরাসরি বাংলাদেশের অভ্যুদ্বয়ের বিরুদ্ধে অবস্থানকারী অন্যদল মুক্তিযুদ্ধকে দুই কুকুরের লড়াই বলে অভিহীতকারী। দুইদল মিলেই তো বিএনপি--অন্য কেউ কি ছিল? নাকি এখনো আছে? জামায়াতে ইসলামী দল--সে তো সাংগঠনিক ঘোষনা দিয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সম্মুখ সমরে লিপ্ত হয়েছিল। বাংলাদেশের অভ্যুদ্বয়ে সর্বশক্তি নিয়ে বিরুধীতা করেছিল।অবশ্য আদর্শিক ভাবে তাঁরা এখনও বাংলাদেশকে স্বিকার করেনা। বাঙ্গালী জাতীর মহান মুক্তিযুদ্ধে এই ত্রি-শক্তি'র বিরুধীতা' সম্পর্কে কমবেশী পঞ্চাশোর্ধ আমরা সবাই জানি।
আওয়ামীলীগের সুদময় আগত আপনারা সকলে'ই ঐ ত্রিশক্তি'র বংশধর।আপনাদের মুরুব্বিদের আমরা সময়ের অভাবে নতুন বাংলাদেশের সমাজ থেকে নিচ্ছিন্ন করতে পারিনি।সুযোগ পেয়ে আপনাদের মুরুব্বিরাই আমাদের নিচ্ছিন্ন করার চেষ্টা করেছে দীর্ঘ একুশ বছর।এই একুশ বছরে মুক্তিযুদ্ধের প্রায় সমপরিমান নেতাকর্মী, শিল্পি, সাহিত্যিক, বুদ্ধিজীবি হত্যা করেছে আপনাদের মুরুব্বিরা।আপনাদের জম্ম সুবিধাবাদের ঔরসে, সুবিধা আপনারা নিবেন--ইহা স্বাভাবিক। কারন আপনাদের মুরুব্বিদের চোখে লজ্জা ছিল না, আপনাদের কোত্থেকে থাকবে।মুক্তিযুদ্ধে'র পর আব্বা ডেকে জীবন রক্ষা করেছিল আপনাদের মুরুব্বিরা।--৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যা করতে আপনাদের মুরুব্বিদের বুক কাঁপেনি, বাবা ডাক ভুলে গিয়েছিল।
আপনারা প্রজম্ম সেই ধারাবাহিকতা রক্ষা করে চলবেন--আমরা জানি। নচেৎ প্রগতিশীল গনতান্ত্রিক, অসাম্প্রদায়িক, ধর্ম নিরপেক্ষ, বাঙ্গালী জাতীয়তা বাদী চেতনার ধারক বাহক--বাংলাদেশ আওয়ামীলীগের অভ্যন্তরে থেকে কিভাবে আপনারা নৈরাশ্যবাদে বিশ্বাস করেন? কিভাবে সাম্প্রদায়িক চেতনা লালন করেন? আওয়ামীলীগ দলের আদর্শগত বা মুলনীতিতে ইতিমধ্যে কোনরুপ পরিবর্তন ঘটেছে? আগে আসেননি কেন? এখন কেন এসেছেন? কি উদ্দেশ্য আপনাদের?
আমরা জানি আপনাদের উদ্দেশ্য--'৭১---৭৫, ৯১-৯৬, ৯৬-- ২০০১, ২০১৪-১৫ ইং সাল আমাদের মনে আছে। আমাদের অভিজ্ঞতার ঝুড়ি পূর্ণ আছে।খুব বেশী সুবিধা হবেনা, সুবিধা করতে পারবেন না। কারন অশুভশক্তির প্রেতাত্বার বংশধর আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগে আরেক প্রেতাত্বার সাথে চুক্তি করে দেশ ছেড়ে পালিয়েছে।আরেকজন প্রেতাত্বার শক্তি সঞ্চয়ের আগে বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ, তথ্য ও প্রযুক্তি নির্ভর রুপ লাভ করবে।তখনকার বিজ্ঞানভিত্তিক শিক্কিত প্রজম্ম আপনাদের ছলনায় ভুলবেনা- অন্ধকার জগতে ফিরে যাবেনা।
নতুন সংযুক্ত হেফাজত--সব কিছুতে ইসলামের গন্ধ খুঁজে বেড়ানোই তাঁদের কাজ। বাঙ্গালী জাতীর মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক বাংলাদেশের সমাজে সাম্প্রদায়িকতার বিষ বাস্প পোষনকারী একটি নতুন উপসর্গের নাম--'হেফাজত'। তাঁরা মানতেই চায় না--"বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্র নয়, ইহা সম্পূর্ণই মানব সৃষ্ট গনতন্ত্রের অনুসারী অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ 'গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ'। হেফাজতে ইসলাম মূলত: সাম্প্রদায়িকতার নতুন উপসর্গ নয়। '৭০ এর দশকে শক্তি সামর্থ কম ছিল বলা যায়, তাই নড়াচড়া তেমন চোখে পড়েনি। দীর্ঘকাল সুন্নী আলেমদের দাপটে তাঁরা মাথা তুলে দাঁড়াতে পারেনি।
লক্ষ করলে দেখা যায়--ধর্ম, কর্ম, শিক্ষা, জাতীয়তাবোধ সবকিছুতেই তাঁরা ব্যাতিক্রম।আবহমান কালের ভারতীয় উপমহাদেশে ধারনকৃত ধর্মীয় চেতনা, ইসলামী আচার আচরণ, ধর্মীয় অনুশাসনের বিপরীতে তাঁদের অবস্থান। প্রথমত: তাঁদের নির্বাচিত নামই আল্লাহর কতৃত্বকে চেলেঞ্জ করে।কোরান ঘোষিত এবং নবী (স:) বর্ণিত হাদিস থেকে জানা যায়--ইসলাম ধর্ম এবং পবিত্র কোরাণের হেফাজতকারী একমাত্র আল্লাহ। হেফাজতে ইসলাম তাঁরা নিজেরাই নাম দিয়েছে ইসলামের হেফাজতকারী-'হেফাজতে ইসলাম। কেমন অথর্ব, গোঁড়া ইসলাম ধর্মের অনুসারী হলে এমন নাম নির্বাচন করতে পারে? ইসলাম ধর্মে গোঁড়ামী'র কি কোন স্থান আছে?
আমরা জানি--ধর্মীয় মৌলিক বিষয়ে দীর্ঘকাল 'সুন্নী আলেম ওলামা'দের সাথে 'কওমী আলেম ওলামা'দের বিরোধ ছিল। আবার উভয় শ্রেনীর আলেম ওলামাদের দুশমন ছিল 'ওলামা' না হওয়া সত্বেও ইসলামের নাম ব্যাবহারকারী দল মওদুদীবাদে বিশ্বাসী 'জামায়াতে ইসলাম বাংলাদেশ'। মুসলিম লীগ ক্ষমতাভুগী উভয়শ্রেনীর প্রেতাত্বা (বর্তমান বিএনপি)। হেফাজতে ইসলামের আলেম, সুন্নী আলেম এবং জামায়াতে ইসলামের অনুসারীদের মধ্যে ধর্মীয়, আদর্শগত, অনুশাসন ও রীতিনীতি পালনের ক্ষেত্রে পাহাড় প্রমান পার্থক্য থাকা সত্বেও শাফলা চত্বরে এক ও অভিন্ন ছিল সকলের অবস্থান।
১৬ কোটি মানুষের দেশে তাবিজ বিক্রেতার--তাবিজের গুনাশুন শুনার জন্য হাজার মানুষের ভিড় জমে।দেশের আনাছে কানাছে হাজার হাজার মাদ্রাসার লাখ লাখ শিক্ষার্থী এক স্থানে সমবেত হওয়ার অর্থ যদি হয় জনসমর্থনে হেফাজতিরা ভারী---বলতে দ্বিধা নেই প্রকৃতই আপনি নৈরাশ্যবাদে বিশ্বাসী। প্রগতিশীল, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ দল বাংলাদেশ আওয়ামীলীগ দলে অনুপ্রবেশকারী, সুযোগ সন্ধানী আগাছা।
ইহা একান্তই সত্য--বর্তমান সময়ে বাংলাদেশের প্রতিটি গ্রামে একাধিক কওমী মাদ্রাসার অস্তিত্ব বিদ্যমান। তথাপি তাঁরা সাধারন মানুষের আস্থা অর্জন করতে পারেনি।সাধারন আমজনতাকে তাঁরা যেমন বিশ্বাস করেনা--তেমনি সাধারন মানুষও তাঁদের বিশ্বাস করেনা।তাঁদের গঠিত দলে যেমন সাধারন মানুষের অন্তভুক্তি অলিখিতভাবে নিষিদ্ধ; সাধারন মানুষও ওয়াজ মাহফিল, দান, খয়রাত ব্যাতিত অন্যকোন সামাজিক কর্মকান্ডে তাঁদের অন্তভূক্তি প্রয়োজন মনে করেনা। ধবধবে পাঞ্জাবি, মাথায় পাগড়ি, হাতে লাঠি, দুই আঙ্গুলের চিপায় মেচওয়াক, পোষাকি এবাদত সত্বেও ধর্মীয় গোঁড়ামী, নৈরাশ্যবাদে বিশ্বাস, স্বার্থপরতা, উদ্দেশ্যমূলক কোরাণ ও হাদিসের ব্যাখ্যা, ধর্মীয় উগ্রতা, যুক্তিহীনতা ইত্যাদি কারনে তাঁরা সাধারন মানুষের আস্থা অর্জন করতে পারেনি বরঞ্চ সাধারন মানুষের মন থেকে বহুদুরে তাঁদের অবস্থান। বাস্তবতায় যদিও তাঁদের ঈমানী শক্তির দৃড়তা পরিলক্ষিত হয় কায্যক্ষেত্রে তাঁর কিয়দংশও প্রতিফলিত নয়। ইতিমধ্যেই তার একাধিক প্রমান আমজনতার চোখের সামনে দিব্যি ফুটে উঠেছে।
অশিক্ষিত, মদমত্ততায় আসক্ত, কালটাকা সাদা করার দালীলিক প্রমান যে নেত্রীর রয়েছে, দূর্ণীতির দায়ে যে নেত্রীর জেল জরিমানা হয়েছে, ইসলাম ধর্মের রীতিনীতি, ধর্মীয় অনুশাসন যাঁর মধ্যে ছিটেফোঁটাও বিদ্যমান নেই; তাঁরা তাঁকেই নেত্রী মেনে শাফলাচত্বরে সমবেত হয়েছিল ইসলাম ধর্মের হেফাজত করার মানসে। সভা, সমাবেশ, মত প্রকাশের অধিকার সকল নাগরিকের রয়েছে--অবশ্যই বিশ্বাস করি এবং বিরুদ্ধ মতকে সম্মান করি। কিন্তু রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করার অধিকার কোন নাগরিকের নেই। ধর্মীয় গ্রন্থ অবমাননা করার এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার অধিকার দেশের অভ্যন্তরের কোন ধর্মীয় গোষ্টি বা সম্প্রদায়ের নেই। হেফাজতের ছত্রছায়ায় অশুভশক্তি'র প্রেতাত্বারা তাও করেছে ইসলাম রক্ষার নামে। বাংলাদেশের ধর্মপ্রান মানুষের মনে আজ একটি প্রশ্নই বার বার উঁকি দেয়--পবিত্র কোরানে আগুন দিয়ে কোন ইসলামকে হেফাজত করতে চেয়েছিল 'হেফাজতে ইসলাম'?
আওয়ামীলীগ দীর্ঘবছর ক্ষমতায় ছিলনা--আমার মত অনেকে'ই মানষিক শান্তিতে ছিল না--'ইহা সত্য'।অবশ্য মানষিক অশান্তিতে থাকার মূলে সচেতন দেশপ্রেমিক নাগরিক হিসেবে কতিপয় কারন সবাই অন্তর দিয়ে অনূভব করেছিল। তম্মধ্যে অন্যতম--স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, জাতীর জনকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার, হাজার বছরের কৃষ্টি ও সংস্কৃতি সমৃদ্ধ বাঙ্গালী জাতী সত্বাকে পদদলিত করা, শাসক শ্রেনীর মুক্তিযুদ্ধের অঙ্গিকার বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকা, ক্ষেত্র বিশেষ বাঙ্গালী জাতীর অস্তিত্ব বিপন্ন করে পরাজিত শক্তির তাঁবেদারী, সাম্রাজ্যবাদের তাঁবেদারী, শাসকবর্গের ফ্যাসিবাদী শাসন কায়েমের উদগ্র বাসনা ছিল অন্যতম।
একজন সাধারন সচেতন নাগরিক হিসেবে ফ্যাসিবাদী শক্তির উল্লেখিত অনিয়ম, অপশাসন, বাসনা, কামনা মেনে নিতে পারিনি বিধায় পতিত বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে আন্দোলন, সংগ্রামে ব্যাপৃত ছিলাম।যাই হওয়ার তাই হয়েছে--ফ্যাসিষ্ট শাসনের রোষানলের আগুনে পুড়ে সর্বস্ব হারিয়েছি। সর্বস্ব হারিয়েছি সত্য--এই সময়ে অর্থাৎ প্রৌড়ত্বে পদার্পন করে, আমার মত অনেকে মানষিক প্রশান্তিতে বুক ভরে ন্বাস প্রশ্বাস নিচ্ছি। বঙ্গবন্ধুর আদর্শের একজন ক্ষুদ্রকর্মী হিসেবে নির্ভেজাল প্রসস্তি অনূভব করছি। আমি এবং আমার মত অনেকে সর্বস্ব হারানোর সাত্বনা খুঁজে পেয়েছে--'জাতীর জনকের জৈষ্ঠকন্যার নেতৃত্বের বিচক্ষনতায়, দৃড়তায়, সাহষে, স্পৃহায়, উদ্ভাবনী শক্তিতে'।
আমার লালিত বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে তাঁর জোষ্ঠকন্যা শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে চলেছেন।তাঁর পরিশ্রমের ফসল বাংলাদেশের জনগন ও বিশ্ববাসী ইতিমধ্যে পেতে শুরু করেছে।তাঁর লৌহকঠিন নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশ এবং বাঙ্গালী জাতী মায্যাদার আসনে অধিষ্ঠিত। তাঁর অক্লান্ত পরিশ্রমের মুল্য আমি সহ লাখ লাখ নেতাকর্মী, মুজিবপ্রেমী পেয়েছি। আমাদের ত্যাগের ফসল আমাদের প্রানপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা সারা বিশ্বের সরকার প্রধানদের মধ্যে "তৃতীয় কর্মঠ সরকার প্রধানে"র গৌরব অর্জন করেছেন।এই গৌরবের অংশীদার অবশ্যই বাংলাদেশ আওয়ামীলীগের লাখ লাখ মুজিবাদর্শের তৃনমুলের কর্মীবাহিনীও বটে।
তিনি আমার প্রিয় জম্মভূমিকে উন্নয়নকামী ভিক্ষাবৃত্তির দেশের বদনাম ঘুচিয়ে--উন্নয়নশীল নিম্নমধ্যম আয়ের দেশের মায্যদায় প্রতিষ্ঠিত করেছেন। বর্তমান বাংলাদেশ সর্বদিক থেকে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে। বঙ্গবন্ধুকন্যা এবং তাঁর পরিবার যতদিন বাংলাদেশের মাটিতে জীবিতবস্থায় থাকবেন--উন্নয়ন অগ্রগতির এই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীদের বিশ্বাস লৌহকঠিন দৃড়তা পেয়েছে--একমাত্র জাতীর জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী "শেখ হাসিনা" বিশ্বের তৃতীয় সৎ সরকার প্রধানে"র মায্যদা প্রাপ্তিতে।
নির্দিদ্বায় বলতে পারি--তাঁর এবং তাঁর পরিবারের নির্লোভ চিন্তাচেতনায় জাতীর জনকের লালিত স্বপ্ন ক্ষুদামুক্ত, দারিদ্রমুক্ত বাংলাদেশের আকাংক্ষা পূরণ হওয়ার ক্ষেত্রে বহুদুর অগ্রসর হয়েছে। আমি এবং আমার মত লাখ লাখ নাগরিক আধুনিকতার স্বর্ণযুগে জম্মগ্রহন করেছিলাম। অত্যান্ত পরিতাপের বিষয়--আমাদের কিশোর ও যৌবনকাল--শোষক শ্রেনীর শোষনের যাঁতাকলে পিষ্ট হয়েছে। আধুনিকতার ছিটেফোঁটা ছোঁয়া কোনদিন ভাগ্যের বৃত্তে আনতে পারিনি। জাতির জনকের কন্যা'কে ক্ষমতায় আনতে না পারলে হয়তোবা এই দু:খ্যবোধ নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে, চলে যেতে হত অনন্ত পারাপারে। মহান রাব্বুল আলামিন সহায় হয়েছেন--বহু চড়াই উৎরাই পেরিয়ে, সহায় সম্পদ হারিয়ে, অবশেষে আমার লালিত বঙ্গবন্ধুর আদর্শ সর্বক্ষেত্রে বাস্তবায়নের দরজা উম্মুক্ত হয়েছে। অশুভ শক্তির ষড়যন্ত্রে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী দল বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃত্বে পরিচালিত সরকারের পতন এবং দলের সাময়িক বিপয্যয় ঘটেছিল। জাতীর জনকের কন্যার বিচক্ষন নেতৃত্বে পূণ:রায় সরকার পরিচালনার দায়িত্বে ফেরৎ এসেছে সঙ্গে বঙ্গবন্ধুকেও সদর্পে নিয়ে এসেছে।
আওয়ামীলীগ সরকার পরিচালনায় এসেছে বলে'ই জনককন্যার নেতৃত্বে মাত্র নয় বছরের শাসনে আধুনিক যুগের উন্নত প্রযুক্তির ছোঁয়ায় নিজকে উজাড় করে ভাসিয়ে দিতে পেরেছি। সত্যিকার অর্থে--জনকের আদর্শ বাস্তবায়ীত হচ্ছে, দেশ উন্নত হচ্ছে, বাংলাদেশের পরিচিতির পরিধি বহুগুন বেড়েছে। ইতিমধ্যে আমার প্রিয় বাংলাদেশ বিশ্ব নেতৃত্ব করায়ত্ব করেছে এবং করছে। এখন আর অতীতের ন্যায় বৃহৎশক্তি আমার দেশের সরকারকে চোখ রাঙাতে পারেনা। আমার প্রিয় মাতৃভূমি সম্পর্কে নেতিবাচক মন্তব্য করতে পারেনা।আমার দেশের নীতি আদর্শ নিয়ে প্রশ্ন তোলার সাহষ দেখাতে পারেনা। আমার প্রিয় বাংলাদেশ পরিচালনায়, বৈদেশীক সম্পর্কে, সামরিক সরঞ্জাম প্রস্তুতে অযথা হস্তক্ষেপ করতে পারেনা।
বঙ্গবন্ধুর কাংক্ষিত ইচ্ছা, লালিত স্বপ্ন 'সোনার বাংলা' ধীরে ধীরে পুর্ণতা পাচ্ছে। যে আদর্শ আমি সহ লাখ লাখ মুজিব প্রেমিক দীর্ঘযুগ মনের আঙ্গিনায় সযত্নে লালন করেছিলাম তাহাই অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হচ্ছে। এই সময়ে এসে আমরা সকলে'ই নতুন প্রজম্মের হাতে দলের দায়িত্ব তুলে দিয়ে পরম তৃপ্তিতে লাখ লাখ মুজিবাদর্শের অনুসারী ধ্বংস প্রাপ্ত নিজ নিজ পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে গৃহকর্মে মনোনিবেশ করেছি এবং করছি। এর চেয়ে সুখ, শান্তি, তৃপ্তি, প্রাপ্তি, প্রশান্তি আর কি হতে পারে?
আমরা জানি--গনতান্ত্রিক দেশে ক্ষমতা চিরস্থায়ী বন্দোবস্তি নয়। কিন্তু সরকার পরিচালনাকারী দলের নেতাকর্মীদের সৎ গুনাবলী, সরকারের জনহীতকর কর্মকান্ড, উন্নয়ন অগ্রগতি যে কোন দলের ক্ষমতা উপভোগের সময়কাল দীর্ঘায়ীত করতে পারে। রাষ্ট্রীয় ক্ষমতা দীর্ঘায়ীত হলেই কেবলমাত্র লালিত আদর্শ বাস্তবায়ন সম্ভব হয় এবং তাঁর ফসল জনগন উপভোগ করার সুযোগ সৃষ্টি হয়।দলীয় আদর্শের ভগ্নাংশ বাস্তবায়ন কেবলমাত্র দল ও সরকারের বদনাম কুড়ায়, সুফল বয়ে আনেনা।
প্রকৃত রাজনীতিবীদ, মুজিব আদর্শের সৈনিকেরা দেশত্যাগ করেনা, করতে পারেনা। এই বাংলাদেশ মুজিবাদর্শের অনুসারীদের বাংলাদেশ, মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ, অসাম্প্রদায়ীক ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাসীদের বাংলাদেশ, প্রকৃত দেশপ্রমিক বাঙ্গালী জাতীয়তাবাদে বিশ্বাসীদের নিজস্ব ভুখন্ডের স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ। সম্মিলীত সকলের সাগরসম রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই বাংলাদেশ।
কোন সাম্প্রদায়িক গোষ্টি বা সম্প্রদায়ের আস্ফালন উপভোগ করার জন্যে ত্রিশলক্ষ বাঙ্গালী জীবন সঁপে দেয়নি। কোন ধর্মীয় জঙ্গীগোষ্টি'র চারনভুমিতে পরিণত করার জন্যে বাঙ্গালী জাতী অকাতরে জীবন বিলিয়ে দেয়নি। এই বাংলাদেশে ধর্মীয় উগ্রতার স্থান হতে পারেনা, ফ্যাসিবাদের স্থান হতে পারেনা। এখানে অতিবিপ্লবী,দ প্রেতিবিপ্লবীদের স্থান হতে পারেনা।এখানে কোন প্রকার কমিউনিজমে বিশ্বাসী নাস্তিক্যবাদে বিশ্বাসীদের স্থান হতে পারেনা। ওরা সবাই মুক্তিযুদ্ধের বাংলাদেশ ত্যাগ করবে--আমরা কেন করবো?
আমাদের পুর্বপুরুষ বুকের তাজা রক্ত ঢেলে, অগনীত মাবোনের ইজ্জতের বিনিময়ে, অজস্র সম্পদ্হানীর বিনিময়ে জাতির জনকের নেতৃত্বে এই দেশ স্বাধীন করেছে। অতীতে বহুবার খুনীদের ক্ষমতা দখল করার পরও দেশ ছেড়ে মুজিবাদর্শের বিশ্বাসী নেতাকর্মীরা পালায়নি--ভবিষ্যতেও পালাবে না। আগেও পালিয়েছিল নৈরাশ্যবাদে বিশ্বাসী ঘাপটি মেরে দলের অভ্যন্তরে লুকিয়ে থাকা লুটেরা--আগামীতেও দৈবচক্রে হয়তো বা তাঁরাই পালাতে হবে।
অতীতে যেমন মুজিবাদর্শে বিশ্বাসী কর্মীগন শত নিপীড়ন সহ্য করে আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিল--ভবিষ্যতেও প্রয়োজন হলে গড়ে তুলবে। অথর্ব, আশিক্ষিত, ফ্যাসিষ্ট শক্তি যদি কখনও কোন দৈব দুর্বিপাকের কারনে ক্ষমতা দখল করে নেয়--একজন আদর্শিক কর্মীও দেশছেড়ে পালাবেনা। গনতান্ত্রিক রাজনীতির ধারাবাহিকতায় আন্দোলন, সংগ্রামের মাধ্যমে সর্বস্তরের জনগনকে সম্পৃত্ত করে প্রিয় দলকে আবারো ক্ষমতায় ফিরিয়ে আনবে ইনশাল্লাহ।
জাতির জনক বঙ্গবন্ধু অসীম ত্যাগের বিনিময়ে স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ বাঙ্গালী জাতিকে উপহার দিয়েছে। বাঙ্গালী জাতির স্বতন্ত্র জাতিসত্বার পরিচিতি দিয়েছে। তাঁর জৈষ্ঠকন্যা জাতিকে দিচ্ছে উন্নয়ন, অগ্রগতি, মায্যদা, স্বাবলম্বিতা। প্রানপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ভান্ডার কানায় কানায় পূর্ণ করে দিচ্ছে তাঁর সততা, আন্ততিকতা, আদর্শের মন্ত্রে। নেতাকর্মীদের দিয়ে যাচ্ছে বাংলাদেশের মাটিতে মাথা উঁচু করে বিচরণ করার সম্মান, মায্যদা, উন্নয়ন, অগ্রগতির মহিসোপান।
কার সাথে কার তুলনা? আপনাদের আমরা ভালভাবে জানি। আপনারা আওয়ামীলীগে ঘাপটি মেরে থাকা নৈরাশ্যবাদে বিশ্বাসী গুটিকয়েক মুজিবাদর্শে অবিশ্বাসী স্বার্থন্ধ সৈনিক। যারা সারা দেশ থেকে জড়ো হওয়া হাজার হাজার হেফাজতির শাফলাচত্বরে অবস্থান দেখে, দেশ ছেড়ে পালিয়েছিলেন। অনেকের গলার সুর তৎক্ষনাৎ পরিবর্তন করে হেফাজতের সঙ্গে কন্ঠ মিলিয়ে বলেছিলেন--'মহিলাদের নিজস্ব আয়ে সম্পদ অর্জন ইসলামে হারাম'।
আপনারা'ই ২০০১ইং সালে 'শেখ হাসিনা' ক্ষমতা হস্তান্তর করে বাসায় ফেরার আগে পুর্বের অবস্থানে ফিরে যেতে দেরী করেননি। এবং তাঁদের সাথে হাত মিলিয়ে আওয়ামী নিধনে হামলে পড়েছিলেন।'৯৬-২০০১ অপকর্ম যাই হয়েছিল, করেছিলেন কিন্তু আপনারাই--অশুভশক্তির প্রেতাত্বাদের সঙ্গে ঝাঁপিয়ে পড়েছিলেন, তাও আপনারাই। ২০০৯ ইং সালে ভুমিধ্বস বিজয় অর্জন করে আওয়ামীলীগ ক্ষমতায় এলে কিছুদিন অবশ্য চুপচাপ ছিলেন। আওয়ামীলীগের খাস খতিয়ানের সুযোগ নিয়ে কৌশল করে আবার যথারীতি ফিরে এসেছেন। মানুষের যেমন উত্থান পতন আছে, তেমনি আদর্শিক দলেরও উত্থান পতন আছে।
মানুষের মৃত্যু হয় আদর্শের মৃত্যু হয়না-বলেছেন বাঙ্গালী জাতীর জনক সর্বকালের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু 'শেখ মজিবুর রহমান'। মুক্তিযুদ্ধের মাধ্যমে মুসলিম লীগ দলের বাংলাদেশের রাজনীতিতে কবর হয়েছিল সত্য। বিএনপি নামে মেজর জিয়ার ওরসে পুর্ণজম্ম হয়েছে ইহাও সত্য।মুসলিম লীগের মৃত্যু হয়েছিল কিন্তু মুসলিম লীগের সাম্প্রদায়িক আদর্শের মৃতু হয়নি।মুক্তিযুদ্ধে তাঁরা পরাজিত হয়েছিল মৃতু হয়নি। বিএনপি'র জম্মকালীন নেতাদের কথাই ভাবুন-বিএনপির উৎপত্তিকালে জিয়ার সাথে কারা হাত মিলিয়েছিল'? তাঁরা সকলে'ই পরাজিত এবং মৃত: মুসলিম লীগের জীবিত নেতৃবৃন্দ সাথে চীনপন্থি তথাকথিত সমাজতন্ত্রীরা, নয় কি? একদল সরাসরি বাংলাদেশের অভ্যুদ্বয়ের বিরুদ্ধে অবস্থানকারী অন্যদল মুক্তিযুদ্ধকে দুই কুকুরের লড়াই বলে অভিহীতকারী। দুইদল মিলেই তো বিএনপি--অন্য কেউ কি ছিল? নাকি এখনো আছে? জামায়াতে ইসলামী দল--সে তো সাংগঠনিক ঘোষনা দিয়ে মুক্তিযোদ্ধাদের সঙ্গে সম্মুখ সমরে লিপ্ত হয়েছিল। বাংলাদেশের অভ্যুদ্বয়ে সর্বশক্তি নিয়ে বিরুধীতা করেছিল।অবশ্য আদর্শিক ভাবে তাঁরা এখনও বাংলাদেশকে স্বিকার করেনা। বাঙ্গালী জাতীর মহান মুক্তিযুদ্ধে এই ত্রি-শক্তি'র বিরুধীতা' সম্পর্কে কমবেশী পঞ্চাশোর্ধ আমরা সবাই জানি।
আওয়ামীলীগের সুদময় আগত আপনারা সকলে'ই ঐ ত্রিশক্তি'র বংশধর।আপনাদের মুরুব্বিদের আমরা সময়ের অভাবে নতুন বাংলাদেশের সমাজ থেকে নিচ্ছিন্ন করতে পারিনি।সুযোগ পেয়ে আপনাদের মুরুব্বিরাই আমাদের নিচ্ছিন্ন করার চেষ্টা করেছে দীর্ঘ একুশ বছর।এই একুশ বছরে মুক্তিযুদ্ধের প্রায় সমপরিমান নেতাকর্মী, শিল্পি, সাহিত্যিক, বুদ্ধিজীবি হত্যা করেছে আপনাদের মুরুব্বিরা।আপনাদের জম্ম সুবিধাবাদের ঔরসে, সুবিধা আপনারা নিবেন--ইহা স্বাভাবিক। কারন আপনাদের মুরুব্বিদের চোখে লজ্জা ছিল না, আপনাদের কোত্থেকে থাকবে।মুক্তিযুদ্ধে'র পর আব্বা ডেকে জীবন রক্ষা করেছিল আপনাদের মুরুব্বিরা।--৭৫ এ বঙ্গবন্ধুকে হত্যা করতে আপনাদের মুরুব্বিদের বুক কাঁপেনি, বাবা ডাক ভুলে গিয়েছিল।
আপনারা প্রজম্ম সেই ধারাবাহিকতা রক্ষা করে চলবেন--আমরা জানি। নচেৎ প্রগতিশীল গনতান্ত্রিক, অসাম্প্রদায়িক, ধর্ম নিরপেক্ষ, বাঙ্গালী জাতীয়তা বাদী চেতনার ধারক বাহক--বাংলাদেশ আওয়ামীলীগের অভ্যন্তরে থেকে কিভাবে আপনারা নৈরাশ্যবাদে বিশ্বাস করেন? কিভাবে সাম্প্রদায়িক চেতনা লালন করেন? আওয়ামীলীগ দলের আদর্শগত বা মুলনীতিতে ইতিমধ্যে কোনরুপ পরিবর্তন ঘটেছে? আগে আসেননি কেন? এখন কেন এসেছেন? কি উদ্দেশ্য আপনাদের?
আমরা জানি আপনাদের উদ্দেশ্য--'৭১---৭৫, ৯১-৯৬, ৯৬-- ২০০১, ২০১৪-১৫ ইং সাল আমাদের মনে আছে। আমাদের অভিজ্ঞতার ঝুড়ি পূর্ণ আছে।খুব বেশী সুবিধা হবেনা, সুবিধা করতে পারবেন না। কারন অশুভশক্তির প্রেতাত্বার বংশধর আওয়ামীলীগ রাষ্ট্রীয় ক্ষমতায় আসার আগে আরেক প্রেতাত্বার সাথে চুক্তি করে দেশ ছেড়ে পালিয়েছে।আরেকজন প্রেতাত্বার শক্তি সঞ্চয়ের আগে বাংলাদেশ উন্নত, সমৃদ্ধ, তথ্য ও প্রযুক্তি নির্ভর রুপ লাভ করবে।তখনকার বিজ্ঞানভিত্তিক শিক্কিত প্রজম্ম আপনাদের ছলনায় ভুলবেনা- অন্ধকার জগতে ফিরে যাবেনা।
নতুন সংযুক্ত হেফাজত--সব কিছুতে ইসলামের গন্ধ খুঁজে বেড়ানোই তাঁদের কাজ। বাঙ্গালী জাতীর মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক বাংলাদেশের সমাজে সাম্প্রদায়িকতার বিষ বাস্প পোষনকারী একটি নতুন উপসর্গের নাম--'হেফাজত'। তাঁরা মানতেই চায় না--"বাংলাদেশ ইসলামী প্রজাতন্ত্র নয়, ইহা সম্পূর্ণই মানব সৃষ্ট গনতন্ত্রের অনুসারী অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ 'গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ'। হেফাজতে ইসলাম মূলত: সাম্প্রদায়িকতার নতুন উপসর্গ নয়। '৭০ এর দশকে শক্তি সামর্থ কম ছিল বলা যায়, তাই নড়াচড়া তেমন চোখে পড়েনি। দীর্ঘকাল সুন্নী আলেমদের দাপটে তাঁরা মাথা তুলে দাঁড়াতে পারেনি।
লক্ষ করলে দেখা যায়--ধর্ম, কর্ম, শিক্ষা, জাতীয়তাবোধ সবকিছুতেই তাঁরা ব্যাতিক্রম।আবহমান কালের ভারতীয় উপমহাদেশে ধারনকৃত ধর্মীয় চেতনা, ইসলামী আচার আচরণ, ধর্মীয় অনুশাসনের বিপরীতে তাঁদের অবস্থান। প্রথমত: তাঁদের নির্বাচিত নামই আল্লাহর কতৃত্বকে চেলেঞ্জ করে।কোরান ঘোষিত এবং নবী (স:) বর্ণিত হাদিস থেকে জানা যায়--ইসলাম ধর্ম এবং পবিত্র কোরাণের হেফাজতকারী একমাত্র আল্লাহ। হেফাজতে ইসলাম তাঁরা নিজেরাই নাম দিয়েছে ইসলামের হেফাজতকারী-'হেফাজতে ইসলাম। কেমন অথর্ব, গোঁড়া ইসলাম ধর্মের অনুসারী হলে এমন নাম নির্বাচন করতে পারে? ইসলাম ধর্মে গোঁড়ামী'র কি কোন স্থান আছে?
আমরা জানি--ধর্মীয় মৌলিক বিষয়ে দীর্ঘকাল 'সুন্নী আলেম ওলামা'দের সাথে 'কওমী আলেম ওলামা'দের বিরোধ ছিল। আবার উভয় শ্রেনীর আলেম ওলামাদের দুশমন ছিল 'ওলামা' না হওয়া সত্বেও ইসলামের নাম ব্যাবহারকারী দল মওদুদীবাদে বিশ্বাসী 'জামায়াতে ইসলাম বাংলাদেশ'। মুসলিম লীগ ক্ষমতাভুগী উভয়শ্রেনীর প্রেতাত্বা (বর্তমান বিএনপি)। হেফাজতে ইসলামের আলেম, সুন্নী আলেম এবং জামায়াতে ইসলামের অনুসারীদের মধ্যে ধর্মীয়, আদর্শগত, অনুশাসন ও রীতিনীতি পালনের ক্ষেত্রে পাহাড় প্রমান পার্থক্য থাকা সত্বেও শাফলা চত্বরে এক ও অভিন্ন ছিল সকলের অবস্থান।
১৬ কোটি মানুষের দেশে তাবিজ বিক্রেতার--তাবিজের গুনাশুন শুনার জন্য হাজার মানুষের ভিড় জমে।দেশের আনাছে কানাছে হাজার হাজার মাদ্রাসার লাখ লাখ শিক্ষার্থী এক স্থানে সমবেত হওয়ার অর্থ যদি হয় জনসমর্থনে হেফাজতিরা ভারী---বলতে দ্বিধা নেই প্রকৃতই আপনি নৈরাশ্যবাদে বিশ্বাসী। প্রগতিশীল, অসাম্প্রদায়িক, ধর্মনিরপেক্ষ দল বাংলাদেশ আওয়ামীলীগ দলে অনুপ্রবেশকারী, সুযোগ সন্ধানী আগাছা।
ইহা একান্তই সত্য--বর্তমান সময়ে বাংলাদেশের প্রতিটি গ্রামে একাধিক কওমী মাদ্রাসার অস্তিত্ব বিদ্যমান। তথাপি তাঁরা সাধারন মানুষের আস্থা অর্জন করতে পারেনি।সাধারন আমজনতাকে তাঁরা যেমন বিশ্বাস করেনা--তেমনি সাধারন মানুষও তাঁদের বিশ্বাস করেনা।তাঁদের গঠিত দলে যেমন সাধারন মানুষের অন্তভুক্তি অলিখিতভাবে নিষিদ্ধ; সাধারন মানুষও ওয়াজ মাহফিল, দান, খয়রাত ব্যাতিত অন্যকোন সামাজিক কর্মকান্ডে তাঁদের অন্তভূক্তি প্রয়োজন মনে করেনা। ধবধবে পাঞ্জাবি, মাথায় পাগড়ি, হাতে লাঠি, দুই আঙ্গুলের চিপায় মেচওয়াক, পোষাকি এবাদত সত্বেও ধর্মীয় গোঁড়ামী, নৈরাশ্যবাদে বিশ্বাস, স্বার্থপরতা, উদ্দেশ্যমূলক কোরাণ ও হাদিসের ব্যাখ্যা, ধর্মীয় উগ্রতা, যুক্তিহীনতা ইত্যাদি কারনে তাঁরা সাধারন মানুষের আস্থা অর্জন করতে পারেনি বরঞ্চ সাধারন মানুষের মন থেকে বহুদুরে তাঁদের অবস্থান। বাস্তবতায় যদিও তাঁদের ঈমানী শক্তির দৃড়তা পরিলক্ষিত হয় কায্যক্ষেত্রে তাঁর কিয়দংশও প্রতিফলিত নয়। ইতিমধ্যেই তার একাধিক প্রমান আমজনতার চোখের সামনে দিব্যি ফুটে উঠেছে।
অশিক্ষিত, মদমত্ততায় আসক্ত, কালটাকা সাদা করার দালীলিক প্রমান যে নেত্রীর রয়েছে, দূর্ণীতির দায়ে যে নেত্রীর জেল জরিমানা হয়েছে, ইসলাম ধর্মের রীতিনীতি, ধর্মীয় অনুশাসন যাঁর মধ্যে ছিটেফোঁটাও বিদ্যমান নেই; তাঁরা তাঁকেই নেত্রী মেনে শাফলাচত্বরে সমবেত হয়েছিল ইসলাম ধর্মের হেফাজত করার মানসে। সভা, সমাবেশ, মত প্রকাশের অধিকার সকল নাগরিকের রয়েছে--অবশ্যই বিশ্বাস করি এবং বিরুদ্ধ মতকে সম্মান করি। কিন্তু রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করার অধিকার কোন নাগরিকের নেই। ধর্মীয় গ্রন্থ অবমাননা করার এবং আগুন দিয়ে জ্বালিয়ে দেয়ার অধিকার দেশের অভ্যন্তরের কোন ধর্মীয় গোষ্টি বা সম্প্রদায়ের নেই। হেফাজতের ছত্রছায়ায় অশুভশক্তি'র প্রেতাত্বারা তাও করেছে ইসলাম রক্ষার নামে। বাংলাদেশের ধর্মপ্রান মানুষের মনে আজ একটি প্রশ্নই বার বার উঁকি দেয়--পবিত্র কোরানে আগুন দিয়ে কোন ইসলামকে হেফাজত করতে চেয়েছিল 'হেফাজতে ইসলাম'?
আওয়ামীলীগ দীর্ঘবছর ক্ষমতায় ছিলনা--আমার মত অনেকে'ই মানষিক শান্তিতে ছিল না--'ইহা সত্য'।অবশ্য মানষিক অশান্তিতে থাকার মূলে সচেতন দেশপ্রেমিক নাগরিক হিসেবে কতিপয় কারন সবাই অন্তর দিয়ে অনূভব করেছিল। তম্মধ্যে অন্যতম--স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি, জাতীর জনকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, তাঁর পরিবারের বিরুদ্ধে মিথ্যে অপপ্রচার, হাজার বছরের কৃষ্টি ও সংস্কৃতি সমৃদ্ধ বাঙ্গালী জাতী সত্বাকে পদদলিত করা, শাসক শ্রেনীর মুক্তিযুদ্ধের অঙ্গিকার বিরোধী কর্মকান্ডে লিপ্ত থাকা, ক্ষেত্র বিশেষ বাঙ্গালী জাতীর অস্তিত্ব বিপন্ন করে পরাজিত শক্তির তাঁবেদারী, সাম্রাজ্যবাদের তাঁবেদারী, শাসকবর্গের ফ্যাসিবাদী শাসন কায়েমের উদগ্র বাসনা ছিল অন্যতম।
একজন সাধারন সচেতন নাগরিক হিসেবে ফ্যাসিবাদী শক্তির উল্লেখিত অনিয়ম, অপশাসন, বাসনা, কামনা মেনে নিতে পারিনি বিধায় পতিত বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারন করে আন্দোলন, সংগ্রামে ব্যাপৃত ছিলাম।যাই হওয়ার তাই হয়েছে--ফ্যাসিষ্ট শাসনের রোষানলের আগুনে পুড়ে সর্বস্ব হারিয়েছি। সর্বস্ব হারিয়েছি সত্য--এই সময়ে অর্থাৎ প্রৌড়ত্বে পদার্পন করে, আমার মত অনেকে মানষিক প্রশান্তিতে বুক ভরে ন্বাস প্রশ্বাস নিচ্ছি। বঙ্গবন্ধুর আদর্শের একজন ক্ষুদ্রকর্মী হিসেবে নির্ভেজাল প্রসস্তি অনূভব করছি। আমি এবং আমার মত অনেকে সর্বস্ব হারানোর সাত্বনা খুঁজে পেয়েছে--'জাতীর জনকের জৈষ্ঠকন্যার নেতৃত্বের বিচক্ষনতায়, দৃড়তায়, সাহষে, স্পৃহায়, উদ্ভাবনী শক্তিতে'।
আমার লালিত বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে তাঁর জোষ্ঠকন্যা শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে চলেছেন।তাঁর পরিশ্রমের ফসল বাংলাদেশের জনগন ও বিশ্ববাসী ইতিমধ্যে পেতে শুরু করেছে।তাঁর লৌহকঠিন নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশ এবং বাঙ্গালী জাতী মায্যাদার আসনে অধিষ্ঠিত। তাঁর অক্লান্ত পরিশ্রমের মুল্য আমি সহ লাখ লাখ নেতাকর্মী, মুজিবপ্রেমী পেয়েছি। আমাদের ত্যাগের ফসল আমাদের প্রানপ্রিয় নেত্রী বঙ্গবন্ধু কন্যা সারা বিশ্বের সরকার প্রধানদের মধ্যে "তৃতীয় কর্মঠ সরকার প্রধানে"র গৌরব অর্জন করেছেন।এই গৌরবের অংশীদার অবশ্যই বাংলাদেশ আওয়ামীলীগের লাখ লাখ মুজিবাদর্শের তৃনমুলের কর্মীবাহিনীও বটে।
তিনি আমার প্রিয় জম্মভূমিকে উন্নয়নকামী ভিক্ষাবৃত্তির দেশের বদনাম ঘুচিয়ে--উন্নয়নশীল নিম্নমধ্যম আয়ের দেশের মায্যদায় প্রতিষ্ঠিত করেছেন। বর্তমান বাংলাদেশ সর্বদিক থেকে স্বয়ং সম্পূর্ণতা অর্জন করেছে। বঙ্গবন্ধুকন্যা এবং তাঁর পরিবার যতদিন বাংলাদেশের মাটিতে জীবিতবস্থায় থাকবেন--উন্নয়ন অগ্রগতির এই ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। আওয়ামীলীগের সর্বস্তরের নেতাকর্মীদের বিশ্বাস লৌহকঠিন দৃড়তা পেয়েছে--একমাত্র জাতীর জনকের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী "শেখ হাসিনা" বিশ্বের তৃতীয় সৎ সরকার প্রধানে"র মায্যদা প্রাপ্তিতে।
নির্দিদ্বায় বলতে পারি--তাঁর এবং তাঁর পরিবারের নির্লোভ চিন্তাচেতনায় জাতীর জনকের লালিত স্বপ্ন ক্ষুদামুক্ত, দারিদ্রমুক্ত বাংলাদেশের আকাংক্ষা পূরণ হওয়ার ক্ষেত্রে বহুদুর অগ্রসর হয়েছে। আমি এবং আমার মত লাখ লাখ নাগরিক আধুনিকতার স্বর্ণযুগে জম্মগ্রহন করেছিলাম। অত্যান্ত পরিতাপের বিষয়--আমাদের কিশোর ও যৌবনকাল--শোষক শ্রেনীর শোষনের যাঁতাকলে পিষ্ট হয়েছে। আধুনিকতার ছিটেফোঁটা ছোঁয়া কোনদিন ভাগ্যের বৃত্তে আনতে পারিনি। জাতির জনকের কন্যা'কে ক্ষমতায় আনতে না পারলে হয়তোবা এই দু:খ্যবোধ নিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে, চলে যেতে হত অনন্ত পারাপারে। মহান রাব্বুল আলামিন সহায় হয়েছেন--বহু চড়াই উৎরাই পেরিয়ে, সহায় সম্পদ হারিয়ে, অবশেষে আমার লালিত বঙ্গবন্ধুর আদর্শ সর্বক্ষেত্রে বাস্তবায়নের দরজা উম্মুক্ত হয়েছে। অশুভ শক্তির ষড়যন্ত্রে বঙ্গবন্ধুর আদর্শের অনুসারী দল বাংলাদেশ আওয়ামীলীগের নেতৃত্বে পরিচালিত সরকারের পতন এবং দলের সাময়িক বিপয্যয় ঘটেছিল। জাতীর জনকের কন্যার বিচক্ষন নেতৃত্বে পূণ:রায় সরকার পরিচালনার দায়িত্বে ফেরৎ এসেছে সঙ্গে বঙ্গবন্ধুকেও সদর্পে নিয়ে এসেছে।
আওয়ামীলীগ সরকার পরিচালনায় এসেছে বলে'ই জনককন্যার নেতৃত্বে মাত্র নয় বছরের শাসনে আধুনিক যুগের উন্নত প্রযুক্তির ছোঁয়ায় নিজকে উজাড় করে ভাসিয়ে দিতে পেরেছি। সত্যিকার অর্থে--জনকের আদর্শ বাস্তবায়ীত হচ্ছে, দেশ উন্নত হচ্ছে, বাংলাদেশের পরিচিতির পরিধি বহুগুন বেড়েছে। ইতিমধ্যে আমার প্রিয় বাংলাদেশ বিশ্ব নেতৃত্ব করায়ত্ব করেছে এবং করছে। এখন আর অতীতের ন্যায় বৃহৎশক্তি আমার দেশের সরকারকে চোখ রাঙাতে পারেনা। আমার প্রিয় মাতৃভূমি সম্পর্কে নেতিবাচক মন্তব্য করতে পারেনা।আমার দেশের নীতি আদর্শ নিয়ে প্রশ্ন তোলার সাহষ দেখাতে পারেনা। আমার প্রিয় বাংলাদেশ পরিচালনায়, বৈদেশীক সম্পর্কে, সামরিক সরঞ্জাম প্রস্তুতে অযথা হস্তক্ষেপ করতে পারেনা।
বঙ্গবন্ধুর কাংক্ষিত ইচ্ছা, লালিত স্বপ্ন 'সোনার বাংলা' ধীরে ধীরে পুর্ণতা পাচ্ছে। যে আদর্শ আমি সহ লাখ লাখ মুজিব প্রেমিক দীর্ঘযুগ মনের আঙ্গিনায় সযত্নে লালন করেছিলাম তাহাই অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হচ্ছে। এই সময়ে এসে আমরা সকলে'ই নতুন প্রজম্মের হাতে দলের দায়িত্ব তুলে দিয়ে পরম তৃপ্তিতে লাখ লাখ মুজিবাদর্শের অনুসারী ধ্বংস প্রাপ্ত নিজ নিজ পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে গৃহকর্মে মনোনিবেশ করেছি এবং করছি। এর চেয়ে সুখ, শান্তি, তৃপ্তি, প্রাপ্তি, প্রশান্তি আর কি হতে পারে?
আমরা জানি--গনতান্ত্রিক দেশে ক্ষমতা চিরস্থায়ী বন্দোবস্তি নয়। কিন্তু সরকার পরিচালনাকারী দলের নেতাকর্মীদের সৎ গুনাবলী, সরকারের জনহীতকর কর্মকান্ড, উন্নয়ন অগ্রগতি যে কোন দলের ক্ষমতা উপভোগের সময়কাল দীর্ঘায়ীত করতে পারে। রাষ্ট্রীয় ক্ষমতা দীর্ঘায়ীত হলেই কেবলমাত্র লালিত আদর্শ বাস্তবায়ন সম্ভব হয় এবং তাঁর ফসল জনগন উপভোগ করার সুযোগ সৃষ্টি হয়।দলীয় আদর্শের ভগ্নাংশ বাস্তবায়ন কেবলমাত্র দল ও সরকারের বদনাম কুড়ায়, সুফল বয়ে আনেনা।
প্রকৃত রাজনীতিবীদ, মুজিব আদর্শের সৈনিকেরা দেশত্যাগ করেনা, করতে পারেনা। এই বাংলাদেশ মুজিবাদর্শের অনুসারীদের বাংলাদেশ, মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ, অসাম্প্রদায়ীক ধর্ম নিরপেক্ষতাবাদে বিশ্বাসীদের বাংলাদেশ, প্রকৃত দেশপ্রমিক বাঙ্গালী জাতীয়তাবাদে বিশ্বাসীদের নিজস্ব ভুখন্ডের স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ। সম্মিলীত সকলের সাগরসম রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে এই বাংলাদেশ।
কোন সাম্প্রদায়িক গোষ্টি বা সম্প্রদায়ের আস্ফালন উপভোগ করার জন্যে ত্রিশলক্ষ বাঙ্গালী জীবন সঁপে দেয়নি। কোন ধর্মীয় জঙ্গীগোষ্টি'র চারনভুমিতে পরিণত করার জন্যে বাঙ্গালী জাতী অকাতরে জীবন বিলিয়ে দেয়নি। এই বাংলাদেশে ধর্মীয় উগ্রতার স্থান হতে পারেনা, ফ্যাসিবাদের স্থান হতে পারেনা। এখানে অতিবিপ্লবী,দ প্রেতিবিপ্লবীদের স্থান হতে পারেনা।এখানে কোন প্রকার কমিউনিজমে বিশ্বাসী নাস্তিক্যবাদে বিশ্বাসীদের স্থান হতে পারেনা। ওরা সবাই মুক্তিযুদ্ধের বাংলাদেশ ত্যাগ করবে--আমরা কেন করবো?
আমাদের পুর্বপুরুষ বুকের তাজা রক্ত ঢেলে, অগনীত মাবোনের ইজ্জতের বিনিময়ে, অজস্র সম্পদ্হানীর বিনিময়ে জাতির জনকের নেতৃত্বে এই দেশ স্বাধীন করেছে। অতীতে বহুবার খুনীদের ক্ষমতা দখল করার পরও দেশ ছেড়ে মুজিবাদর্শের বিশ্বাসী নেতাকর্মীরা পালায়নি--ভবিষ্যতেও পালাবে না। আগেও পালিয়েছিল নৈরাশ্যবাদে বিশ্বাসী ঘাপটি মেরে দলের অভ্যন্তরে লুকিয়ে থাকা লুটেরা--আগামীতেও দৈবচক্রে হয়তো বা তাঁরাই পালাতে হবে।
অতীতে যেমন মুজিবাদর্শে বিশ্বাসী কর্মীগন শত নিপীড়ন সহ্য করে আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিল--ভবিষ্যতেও প্রয়োজন হলে গড়ে তুলবে। অথর্ব, আশিক্ষিত, ফ্যাসিষ্ট শক্তি যদি কখনও কোন দৈব দুর্বিপাকের কারনে ক্ষমতা দখল করে নেয়--একজন আদর্শিক কর্মীও দেশছেড়ে পালাবেনা। গনতান্ত্রিক রাজনীতির ধারাবাহিকতায় আন্দোলন, সংগ্রামের মাধ্যমে সর্বস্তরের জনগনকে সম্পৃত্ত করে প্রিয় দলকে আবারো ক্ষমতায় ফিরিয়ে আনবে ইনশাল্লাহ।
জাতির জনক বঙ্গবন্ধু অসীম ত্যাগের বিনিময়ে স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ বাঙ্গালী জাতিকে উপহার দিয়েছে। বাঙ্গালী জাতির স্বতন্ত্র জাতিসত্বার পরিচিতি দিয়েছে। তাঁর জৈষ্ঠকন্যা জাতিকে দিচ্ছে উন্নয়ন, অগ্রগতি, মায্যদা, স্বাবলম্বিতা। প্রানপ্রিয় সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের ভান্ডার কানায় কানায় পূর্ণ করে দিচ্ছে তাঁর সততা, আন্ততিকতা, আদর্শের মন্ত্রে। নেতাকর্মীদের দিয়ে যাচ্ছে বাংলাদেশের মাটিতে মাথা উঁচু করে বিচরণ করার সম্মান, মায্যদা, উন্নয়ন, অগ্রগতির মহিসোপান।


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন